
Travel to Peshok, North Bengal (Hotels, Homestay, car, food, expenses)
Travel to Peshok
Bengali translation is following to the English version
New Jalpaiguri to Peshok - The distance from Njp station to the Peshok is about 60 kilometers. It takes about 2:30 hours to reach Peshok by private car from outside the station. Car rental fluctuates between 2500-3000 rupees depending on the season.
![]() |
Subba Homestay |
Contact No of Puran ji (Subba Homestay) -
+919733391287
![]() |
Front view from Subba Homestay |
![]() |
Backside view of Subba Homestay |
Places to visit from Peshok - From Peshok you can take a private car to Tribeni (meeting place of Teesta and Rangit), Lovers Meat View Point, Takdah Orchid Garden, Tinchule View Point, Lamahata Park etc. The car will charge near about 3000 Rs. There is also a Virgin Falls in Peshok. If you talk to Puran Ji in advance, Puran Ji will take you there. Here you have to trek the whole road. It takes about 2:30 hours.
![]() |
Somewhere in Peshok village |
My experience - In New Jalpaiguri, we all got down on the platform with all our luggage and stopped together. We saw Kanchenjunga in front of our eyes, as if he had come to announce our arrival. We were told earlier in our home system for a car. So we had breakfast from the station and drove out for our destination. It took exactly 2:30 hours to reach Peshok by crossing the Teesta Bridge along Sebak Road.

Puran ji had arranged for lunch. We had a fresh lunch and went to sleep. After making tea in the evening, Puran Ji took us around to see the surrounding area. After descending the mountain in the evening, everything goes quiet. The cold was good 6 °-7°C. Puran ji took us to a store and suggested Momo and a drink with him for food, which would help keep the body warm in the cold.
Do you want to do bonfire ??
If you, then let Puran ji know in advance, that arrangement will also be done.
The next day, Puran Ji took us walked around the village of Peshok. He fed us the water of the mountain spring.
Love to eat orange lemon?
In this hill village you will find lots of orange lemon trees. And as the season progresses, you can also pick oranges from the trees and eat while walking around the village.
Stunning scenery, Puran Ji and his wife's wonderful cooking and amusing behavior will all be spent here for 2 days. You can also think about this village.
Bengali translation...
পেশক সম্পর্কে সব তথ্য
পেশকের ভৌগলিক অবস্থান- পেশক চা বাগান হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের, দার্জিলিং জেলার, দার্জিলিং সদর মহকুমার অন্তর্গত সিডি ব্লকের রাংলি রংলিওটের একটি গ্রাম।
নিউ জলপাইগুড়ি থেকে পেশকের দূরত্ব - স্টেশন থেকে পেষকের দূরত্ব মোটামুটি ৭০ কিলোমিটার। স্টেশন এর বাইরে থেকে প্রাইভেট গাড়িতে করে পেশক যেতে সময় লাগে ২:৩০ ঘণ্টার কাছাকাছি। গাড়ি ভাড়া ২৫০০-৩০০০ টাকার মধ্যে ওঠা নামা করে সিজন অনুযায়ী।
![]() |
সুব্বা হোম স্টে |
হোটেল অথবা হোমস্টে- পেশক একটা নতুন টুরিস্ট স্পট। যেটা ধীরে ধীরে লোক মুখে প্রচারিত হয়ে জনপ্রিয় হয়ে উঠছে। তাই এখানে কোনো হোটেল নেই। অল্প কয়েকটি হোমস্টে রয়েছে। তার মধ্যে আরাম দায়ক একটি হোম স্টে হলো পুরান জির সুব্বা হোম স্টে। এখানে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ ১২০০-১৩০০ টাকা (সিজন অনুযায়ী)। পুরান জী এবং ওনার স্ত্রী হোম স্টের দায়িত্বে আছেন। রান্নাবান্না অসাধারণ। হোম স্টে এর ব্যালকনি থেকে পেছন দিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং সামনের দিকে বিস্তৃত চা বাগান সহ একটি দুর্দান্ত দৃশ্য।
যোগাযোগ - +919733391287 (পুরান জী)
![]() |
হোম স্টে থেকে সামনের দিকের দৃশ্য |
![]() |
হোম স্টে থেকে পেছনের দিকের দৃশ্য |
![]() |
পেশকের কোনো একটা স্থান |
পেশক সম্পর্কে আমার অভিজ্ঞতা - নিউ জলপাইগুড়িতে সমস্ত লাগেজ নিয়ে প্লাটফর্মে নেমেই আমরা সবাই একসাথে স্তব্ধ। চোখের সামনে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, যেনো আমাদের আগমন জানাতেই এসেছে। আমাদের হোম স্স্টে তে আগেই বলা ছিলো গাড়ির জন্য। তাই আমরা স্টেশন থেকেই ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পরলাম পেশকের উদ্দেশ্যে। সেবক রোড ধরে তিস্তা ব্রিজকে পাশ কাটিয়ে পেশক পৌঁছতে সময় লাগলো ঠিক ২:৩০ ঘণ্টা। পুরান জী লাঞ্চ এর ব্যবস্থা করে রেখেছিল। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পরলাম।
সন্ধ্যে বেলা চা করে দেবার পর পুরান জী নিয়ে গেলো আশপাশের জায়গা টা একটু ঘুরিয়ে দেখাতে। পাহাড়ে সন্ধ্যে নামার পর পরই সব শান্ত হলে যায়। ঠান্ডা ছিলো ভালই ৬°-৭° । পুরান জী আমাদের কাছেই একটি দোকানে নিয়ে গিয়ে মোমো এবং তার সাথে একটা পানীয় সাজেস্ট করলো খাবার জন্য, যেটা নাকি ঠান্ডায় শরীর গরম রাখতে সাহায্য করে।
আপনি বনফায়ার করতে চান??
পুরান জী কে আগে থেকে জানিয়ে রাখলে সেই ব্যাবস্থাও হয়ে যাবে।
পরের দিন পুরান জী পেশকের গ্রাম টি পায়ে হেঁটে ঘুরিয়ে দেখালেন। পাহাড়ি ঝর্নার জল খাওয়ালেন।
কমলা লেবু খেতে ভালোবাসেন?
এই পাহাড়ি গ্রামে আপনি প্রচুর কমলা লেবু গাছ পাবেন। এবং সিজন এর সময় গেলে, গ্রাম ঘোরার সময় গাছ থেকে ছিড়ে আপনি কমলা লেবু খেতেও পারেন।
অপরূপ প্রাকৃতিক দৃশ্য, পুরান জী এবং তার স্ত্রী এর অপূর্ব রান্না এবং অমায়িক ব্যবহার সব মিলিয়ে ২ টো দিন এখানে দেখতে দেখতে কেটে যাবে। আপনিও একবার ভেবে দেখতেই পারেন এই গ্রাম টির সম্পর্কে।
সন্ধ্যে বেলা চা করে দেবার পর পুরান জী নিয়ে গেলো আশপাশের জায়গা টা একটু ঘুরিয়ে দেখাতে। পাহাড়ে সন্ধ্যে নামার পর পরই সব শান্ত হলে যায়। ঠান্ডা ছিলো ভালই ৬°-৭° । পুরান জী আমাদের কাছেই একটি দোকানে নিয়ে গিয়ে মোমো এবং তার সাথে একটা পানীয় সাজেস্ট করলো খাবার জন্য, যেটা নাকি ঠান্ডায় শরীর গরম রাখতে সাহায্য করে।
আপনি বনফায়ার করতে চান??
পুরান জী কে আগে থেকে জানিয়ে রাখলে সেই ব্যাবস্থাও হয়ে যাবে।
পরের দিন পুরান জী পেশকের গ্রাম টি পায়ে হেঁটে ঘুরিয়ে দেখালেন। পাহাড়ি ঝর্নার জল খাওয়ালেন।
কমলা লেবু খেতে ভালোবাসেন?
এই পাহাড়ি গ্রামে আপনি প্রচুর কমলা লেবু গাছ পাবেন। এবং সিজন এর সময় গেলে, গ্রাম ঘোরার সময় গাছ থেকে ছিড়ে আপনি কমলা লেবু খেতেও পারেন।
অপরূপ প্রাকৃতিক দৃশ্য, পুরান জী এবং তার স্ত্রী এর অপূর্ব রান্না এবং অমায়িক ব্যবহার সব মিলিয়ে ২ টো দিন এখানে দেখতে দেখতে কেটে যাবে। আপনিও একবার ভেবে দেখতেই পারেন এই গ্রাম টির সম্পর্কে।
1 Response to "Travel to Peshok, North Bengal (Hotels, Homestay, car, food, expenses)"
Great
Post a Comment