-->
Triveni and Lovers meet view Point Travel

Triveni and Lovers meet view Point Travel

Travel to Triveni and Lovers meet view Point


Travel to Triveni
Triveni

Geographical  Location of Triveni -
Located in the Teesta Bazar area, Triveni is a meeting place of dark green, calm Rangeet and fast flowing blue Teesta.

Triveni, Teesta Bazar, West Bengal 734312



How to get there - If you want to travel from Siliguri or New Jalpaiguri, Then rent a car and take Sebak Road, then take the road that leads to Peshok on the left via Teesta Bazaar, after that, turn right and go a little further, you will see a sea of ​​white sand has started under your feet.

Hotel or Home Stay - When it comes to traveling to Triveni, if you want to spend the night here,then there are only two options for you.


Triveni Lodge

1) Triveni Lodge - This is a huge lodge located on the sand of the river.  If you want to travel Triveni and stay here, you can book it by calling in advance.


Riverside Camping 

2) Riverside Camping -
For those who love adventure, it is a very enjoyable affair.  Spending the night camping on the white sand by the river. Such an experience of traveling will undoubtedly make you feel thrilled.


What to do here - If you are a favorite adventure traveler, then Triveni must be on your travel list.  There are many more adventures like fishing, river side camping, river rafting waiting for you.


river rafting

If you want to keep river rafting on your travel, adventure list, then you have to cross Triveni and go a little further along the Teesta Bridge along the road to Gangtok.  If you go a little farther, you will see a few stalls of river rafting on the left side. Here you will find two options for rafting.
1) Short ride - which will cost 4000 rupees.
2) Long ride - and it will cost 5000 rupees.

A rafting boat can carry 4-5 people at a time.
Contact for river side camping and rafting - 9563405455/7430884342

The best time to travel here is from November to February.  During this time many locals come here for picnics on holidays.  So those who like to travel in a little solitude, they will come without the holidays.

It is also a favorite place of many photographers for its natural beauty.  The fast flowing Teesta and the calm and slow Rangeet, the view of the confluence of two rivers of two kinds is bound to fascinate you.


View from Lovers Meet View Point

Also if you want to enjoy the beauty of this reunion scene from the bird's eye view, drive along Peshok Road to 'Lovers Meet View Point'.  This natural beauty will amaze you from about 4500 feet-5000 feet.

So you can come to Triveni to fill your travel and adventure bag a little more.

Special Note: Please do not dirty the clean clean beautiful river bed.


ত্রিবেণী এবং লাভারস মিট ভিউ পয়েন্ট ভ্রমন



ত্রিবেণী

ত্রিবেণী এর ভৌগলিক অবস্থান - তিস্তা বাজার এলাকায় অবস্থিত ত্রিবেণী হলো গাঢ় সবুজ, শান্ত রঙ্গিত নদী এবং খরস্রোতা নীল তিস্তার মিলনস্থল।
ত্রিবেণী, তিস্তা বাজার, পশ্চিমবঙ্গ 734312




কি ভাবে যাবেন - আপনি যদি শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে ত্রিবেণী ভ্রমন করতে যেতে চান, তাহলে একটি গাড়ি ভাড়া করে সেবক রোড ধরে, তিস্তা বাজার হয়ে যে রাস্তাটি বাম দিকে পেশক এর দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে কিছুদূর গিয়ে ডান দিকে নুরি বিছানো রাস্তা ধরে আরও কিছুদূর এগিয়ে গেলেই দেখবেন পায়ের নিচে সাদা বালির সমুদ্র শুরু হয়ে গেছে।

হোটেল অথবা হোম স্টে - ত্রিবেণী তে ভ্রমন করতে এসে, যদি এখানে রাত কাটাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখানে আপনার জন্য শুধুমাত্র দুই রকম ব্যবস্থা আছে।


ত্রিবেণী লজ 

১) ত্রিবেণী লজ -
এটি হলো নদীর বালুতটের ওপর অবস্থিত বিশাল আকারের একটি লজ। ত্রিবেণী ভ্রমণে এসে এখানে থাকতে চাইলে, আগে থেকেই ফোন করে এটি বুকিং করতে পারেন।



রিভার সাইড ক্যাম্পিং


২) রিভার সাইড ক্যাম্পিং - যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, তাদের জন্য এটি খুবই উপভোগ্য একটি ব্যাপার। নদীর তীরে সাদা বালির ওপর ক্যাম্প অথবা তাবু খাটিয়ে রাত কাটানো।ভ্রমণের এরকম একটি অভিজ্ঞতা নিঃসন্দেহে আপনাকে থ্রিল অনুভব করতে বাধ্য করবে।

এখানে কি কি করবেন - আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারী হয়ে থাকেন, তাহলে ত্রিবেণী কে আপনার ভ্রমণের লিস্টে রাখতেই হবে। এখানে আপনার জন্য ফিশিং, রিভার সাইড ক্যাম্পিং, রিভার রাফটিং এরকম আরো অনেক ধরনের অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে।


রিভার রাফটিং

আপনার ভ্রমণের, অ্যাডভেঞ্চার লিস্টে যদি আপনি রিভার রাফটিং রাখতে চান, তাহলে আপনাকে ত্রিবেণী ছাড়িয়ে তিস্তা ব্রীজ হয়ে অল্প কিছুদূর এগিয়ে যেতে হবে গ্যাংটক এর রাস্তা ধরে। কিছুদূর গেলেই দেখতে পাবেন বাম দিকে পর পর কয়েকটা স্টল রয়েছে রিভার রাফটিং এর। এখানে আপনি দুই রকম অপশন পাবেন রাফটিং এর জন্য।
১) শর্ট রাইড - যার জন্য খরচ হবে ৪০০০ টাকা।
২) লং রাইড - আর এটার জন্য খরচ হবে ৫০০০ টাকা।
একটি রাফটিং বোটে একসাথে ৪-৫ জন উঠতে পারবেন।
রিভার সাইড ক্যাম্পিং এবং  রাফটিং এর জন্য যোগাযোগ করুন - 9563405455/7430884342

এখানে ভ্রমণে আসার সবথেকে উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময় ছুটির দিন গুলোতে স্থানীয় অনেকে এখানে পিকনিক করতে আসেন। তাই যারা একটু নিরিবিলিতে ভ্রমন পছন্দ করেন, তারা ছুটির দিন গুলো বাদ দিয়েই আসবেন।

এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি অনেক ফটোগ্রাফার দেরও খুব পছন্দের একটি জায়গা। খরস্রোতা তিস্তা এবং শান্ত ও ধীর রঙ্গিত, দুই রকম স্বভাবের দুটি নদীর মিলনের দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য।


এছাড়াও আপনি যদি এই মিলন দৃশ্যের সৌন্দর্য পাখির চোখের ভিউ থেকে উপভোগ করতে চান, তাহলে গাড়ি নিয়ে পেশক রোড ধরে চলে যান ' লাভারস মিট ভিউ পয়েন্ট '. প্রায় ৪৫০০ফিট -৫০০০ ফিট ওপর থেকে এই নৈসর্গিক সৌন্দর্য আপনাকে অবাক করবেই।

তাই আপনার ভ্রমণের এবং সাথে অ্যাডভেঞ্চারের ঝুলি আরেকটু ভরাট করার জন্য আসতেই পারেন ত্রিবেণী

বিশেষ দ্রষ্টব্য : দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রিভার বেড টিকে নোংরা করবেন না।

8 Responses to "Triveni and Lovers meet view Point Travel"

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel